Wellcome to National Portal
Main Comtent Skiped

services list

উপজেলা পরিসংখ্যান অফিসের কার্যাবলী ও নাগরিক সেবা সমূহ নিম্নরূপঃ

সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)।
কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড অফিসে প্রেরণ করা।    (৬ টি প্রধান ফসল ও ১০৫ টি অপ্রধান ফসল)। 
প্রধান প্রধান ফসল ধান, পাট, গম, আলু ইত্যাদির মোট আয়তন এবং কর্তন পূর্বক মোট উৎপাদন নিরূপন করা।
দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত্ব সংগ্রহ করা। (০২ টি দাগগুচ্ছ)।
মনিটরিং দ্যা সিসিউশন ভাইটাল স্ট্যাটিসটিকস্ অফ বাংলাদেশ (MSVSB) এর আওতায় জন্ম-মৃত্য, বিবাহ,তালাক,  আগমন ও বর্হিগমন ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা। 
খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদি পরিমাপ করা।
এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু, বিবাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন,শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,  পুষ্টি ইত্যাদি পরিসংখ্যা সংগ্রহ করা।
উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা।
প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপন করা।
প্রধান ফসলে (আউশ, আমন, বোরো, গম, পাট, আলু, ও ভুট্রা) ফসলের আয়তনের এবং উৎপাদনের অগ্রিম পূর্বাভাস রিপোর্ট সংগ্রহ করা হয়ে থাকে। মাসিক কৃষি মজুরি সংগ্রহ করা হয়ে থাকে। বন সর্ম্পকিত তথ্য সংগ্রহ করা ;  মাছ , গবাদি পশু ও হাসঁ মুরগী জরিপ কাজ সম্পন্ন করা ।