Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে কাজ করছে। এই ওয়েব সাইডটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান । ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশর সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলদ্ধি করে বাাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তার দিক নির্দেশনায় ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিসকে একীভুত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । ২০০২ সাল হতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন । বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগীয় পরিসংখ্যান অফিস, ৮টি বিভাগে ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস এবং ৪৮৯ উপজেলা/থানা পরিসংখ্যান অফিস বিদ্যমান ।  

এক নজরে কাপ্তাই উপজেলা:     কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা

 ১।  অবস্থান ও আয়তন :

কাপ্তাই উপজেলার আয়তন ২৫৯ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার ভৌগোলিক অবস্থান ২২°২১′ হতে ২২°৩৫′ উত্তর অক্ষাংশ এবং ৯২°৫′ হতে ৯২°১৮′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এই উপজেলার উত্তরে কাউখালীরাঙ্গামাটি সদর উপজেলা, পূর্বে বিলাইছড়িরাজস্থলী উপজেলা, পশ্চিমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও দক্ষিণে রাজস্থলী উপজেলা

ইতিহাস

কাপ্তাই উপজেলার নামকরণে 'কত্থয়' ও 'কিয়ং' শব্দ দু'টির প্রভাব রয়েছে বলে অনেকের ধারণা। কত্থয় অর্থ কোমর আর কিয়ং অর্থ খাল। ১৮৬০ খ্রিস্টাব্দে 'পার্বত্য চট্টগ্রাম'-কে চট্টগ্রাম জেলা থেকে আলাদা করে নতুন জেলা সৃষ্টি করার পর কাপ্তাই এর চন্দ্রঘোনায় এর সদর দপ্তর স্থাপন করা হয়। । কাপ্তাই থানা সৃষ্টি হয় ১৯৭৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৫ সালে। কাপ্তাইকে উপজেলায় রূপান্তরের পূর্ব পর্যন্ত এটি রাঙামাটি পার্বত্য জেলার একটি মহকুমা ছিল। এ উপজেলায় বাঙালিসহ চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, খিয়াং, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া জাতিসত্বার বসবাস রয়েছে।

২। আয়তন : 67520  একর /২৭৩.২৫  বর্গ কিলোমিটার / ১০৫.৫  বর্গমাইল (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।

৩। সীমানা : উত্তরে –কাউখালী ও সদর উপজেলা, পূর্বে- বিলাইছড়ি  ও সদর উপজেলা, দক্ষিণে- রাজস্থলী উপজেলা, পশ্চিমে- রাঙ্গুনিয়া উপজেলা ।

৪। ইউনিয়নের সংখ্যা ও নাম : ০৫ টি ;

 ক) ০১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন

 খ) ০২ নং রাইখালী ইউনিয়ন

 গ) ০৩ নং চিৎমরম ইউনিয়ন

 ঘ) ০৪ নং কাপ্তাই ইউনিয়ন

 ঙ) ০৫ নং ওয়াগ্গা ইউনিয়ন

৫। গ্রামের সংখ্যা- ২৫২ (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম,বিবিএস) ।

৬। মৌজার সংখ্যা- ০৯ টি  (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।

৭।  মোট জনসংখ্যা-৫৯,৬৯৩ জন,

          পুরুষ- ৩১,৭৯৮ জন, 

মহিলা- ২৭৮৯৫ জন (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।

৮। জনসংখ্যা বৃদ্ধির হার :

৯। ধর্মভিত্তিক জনসংখ্যা :  মুসলিম-৩০,৬০৪ জন, হিন্দু-৩৬২৬ জন, বৌদ্ধ- ২৪৯৬৯ জন, খ্রিস্টান-৪৫২ জন,    অন্যান্য- ৪২জন।

১১। পরিবার/খানার সংখ্যা : ১৩৫১৫

১২। হাউজহোল্ড সাইজ : ৪.৪২

১৩। জনসংখ্যার ঘনত্ব : ২০৮ জন প্রতি বর্গকিলোমিটারে  (সূত্র – আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)

১৪। মোট ভোটার :   (পুরুষ-   , মহিলা-)

১৫। জমির পরিমাণ :-৬৭৫২০ একর , আবাদি-৭৮৪৩ একর , আবাদযোগ্য অনাবাদি -৬৪৫একর ,

ফসলি জমি-   ৬০৩৫ হেক্টর।

১৬। হাসপাতাল –সরকারি-০২টি, বেসরকারি-০৩ টি।

১৭। পোস্ট অফিস-প্রধান-০১ টি,শাখা-০৫ টি।

১৮। শিক্ষা প্রতিষ্ঠান-

সরকারি কলেজ-০১টি,

বেসরকারি কলেজ-০১টি,

মোট বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-১১ টি ,

 সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫৩টি ,

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-০২ ,

দাখিল মাদ্রাসা-০২টি,

বালিকা বিদ্যালয়-০১,

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-০১,

(সূত্র-উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস,কাপ্তাই,চট্টগ্রাম)।

 

১৯। খাদ্য গুদাম-০৩ টি,

      মৎস্য খামার-০৬ টি,

      (সূত্র-উপজেলা খাদ্য ও মৎস্য অফিস,কাপ্তাই )

২০। শিক্ষার হার: ৬০.০০% (পুরুষ-৬৫.৬%,মহিলা-৫৩.৫%) (সূত্র- আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।

২১। হাট-বাজার : ০৭ টি (সূত্র-ইউএনও অফিস,কাপ্তাই,চট্টগ্রাম)।

২২। স্টেডিয়াম :০১ টি (সূত্র-ইউএনও অফিস,কাপ্তাই,চট্টগ্রাম)।

২৩ । সিনেমা হল : ০২ টি (সূত্র-ইউএনও অফিস,কাপ্তাই,চট্টগ্রাম)।

২৪। ফায়ার সার্ভিস : ০২ টি (সূত্র-ইউএনও অফিস,পটিয়া,চট্টগ্রাম)।

২৫। দর্শনীয় স্হানসমূহ :  দর্শনীয় স্থান

বিবিধ

  • ডাকঘর - ৬টি;
  • নদ-নদী - ১টি;
  • হাটবাজার - ৭টি;
  • ব্যাংক - ৮টি।

 ২৬। ধর্মীয় প্রতিষ্ঠান এর তথ্যঃ

মসজিদ : ১০৩ টি ( জুমা- ৮০ টি এবং পাঞ্জে খানা – ২৩টি )

হিন্দু মন্দির : ৭টি

গীর্জা :  ০১ টি

ছবি :

 

ক্রমিক

নাম

কিভাবে যাওয়া যায়

অবস্থান

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

 

পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ষ্টেশন

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

 

পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই বিপিডিবি রিসিভসন গেইট হতে অনুমতি নিয়ে স্পিলওয়ে দেখতে যেতে হবে।

 

কাপ্তাই জাতীয় উদ্যান

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই নতুন বাজার যাওয়ার আগে কাপ্তাই জাতীয় উদ্যান গেটে নামতে হবে।

 

বিজিবি জুম রেস্তোরা ও পিকনিক স্পট

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পাড় হয়ে ওয়াগ্গাছড়া বিজিবি জুম রেস্তোরায় নামতে হবে।।

 

কর্ণফুলী পেপার মিল

চট্টগ্রাম বদ্দারহাট হতে কাপ্তাই অথবা চন্দ্রঘোনা বাস যোগে চন্দ্রঘোনা অথবা পেপার মিল ১নং গেটে নামতে হবে।

 

ওয়াগ্গা এস্টেট চা বাগান

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি উপজেলা হেড কোয়াটারে নামতে হবে। এখানে নেমে ওয়াগ্গাছড়া চা এস্টেট এর নৌকা যোগে কর্ণফুলী নদী পাড় হয়ে ওয়াগ্গাছড়া চা বাগান যেতে হবে।

 

চিৎমরম বৌদ্ধ বিহার

চট্টগ্রাম বদ্দারহাট বাস টার্মিনাল হতে বাস অথবা চট্টগ্রামস্থ কাপ্তাই রাস্তার মাথা হতে সিএনজি যোগে কাপ্তাই চিৎমরম কিয়াংঘাট নামতে হবে। কিয়াংঘাট নেমে নৌকা যোগে কর্ণফুলী নদী পাড় হয়ে কোয়াটার কি:মি: গেলেই চিৎমরম বৌদ্ধ বিহার চোখে পড়বে।

 

গিরি নন্দিনী পিকনিক স্পট

চট্টগ্রাম বদ্দার হাট বাস ষ্টেশন হতে বাস যোগে অথবা দেশের যেকোন জায়গা হতে বাস অন্য যে কোন যানবাহন যোগে কাপ্তাই চট্টগ্রাম রাস্তা দিয়ে শিলছড়ি ৫ আনসার ব্যাটালিয়ান গেটে নামতে হবে। গিরি নন্দিনী পিকনিক স্পট ৫,আনসার ব্যাটালিয়ান কর্তৃক পরিচালিত একটি বিনোদন পার্ক।

 

১০

বনশ্রী পর্যটন কমপ্লেক্স

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি পাড় হয়ে ওয়াগ্গাছড়া বনশ্রী পর্যটন কমপ্লেক্সে নামতে হবে।।

 

১১

লেক ভিউ পিকনিক কর্ণার

চট্টগ্রাম বদ্দার হাট বাস টার্মিনাল বা দেশের যেকোন প্রান্ত হতে বাস বা অন্যকোন পরিবহন যোগে কাপ্তাই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে এসে নামতে হবে।

 

১২

প্রশান্তি পার্ক (জাতীয় উদ্যান)

চট্টগ্রাম বদ্দারহাট হতে বাস যোগে কাপ্তাই যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে কাপ্তাই জাতীয় উদ্যানের মাঝামাঝি বালুচর নামক স্থানে নেমে প্রশান্তি পার্কে ঢুকতে হবে। গাড়ি হতে নেমেই পার্কের প্রবেশ পথ।

 

১৩

বা নৌ জা শহীদ মোয়াজ্জম পিকনিক স্পট

চট্টগ্রাম বদ্দার হাট বাস টার্মিনাল বা দেশের যেকোন প্রান্ত হতে বাস বা অন্যকোন পরিবহন যোগে কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনীর বা নৌ জা শহীদ মোয়াজ্জম পিকনিক স্পটে এসে নামতে হবে।

 

 

(সূত্র-ইউএনও অফিস,কাপ্তাই,চট্টগ্রাম)।