Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা


                                                                            

জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু অধিকাংশ সরকারি দপ্তর কর্তৃক তথ্য বাতায়নে নিয়মিত হালনাগাদকরণের অভাবে প্রায়শই নাগরিক সেবা প্রদানে যথাযথ ভূমিকা পালন করতে বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে উপজেলা পরিসংখ্যান অফিস, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা ব্যতিক্রম। এ দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা জনাব মোঃ ফজলে রাব্বি মজুমদার মহোদয় যোগদানের সাথে সাথেই জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জনাব নুর উজ জমান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই, রাংগামাটি পার্বত্য জেলা মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বাতায়নটিতে দপ্তরের প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণ সম্পন্ন করেছেন।

 

জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ দপ্তর প্রধানের দায়িত্বের মধ্যেই পড়ে। তা সত্ত্বেও একটি দপ্তরের তথ্য যখন দীর্ঘদিন ধরে জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদহীন অবস্থায় পড়ে থাকে, তখন জনগণের জন্য সেবাগ্রহণ দূরহ হয়ে পড়ে। একজন নবযোগদানকৃত কর্মকর্তা যখন তা অল্প কয়েকদিনেই হালনাগাদ করে নব আঙ্গিকে নাগরিক সেবার দ্বার সবার জন্য উন্মুক্ত করেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।